হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত আব্বাস (আ:) - এর পবিত্র মাজার মহরম কাছাকাছি আসার সাথে সাথেই মাজার জুড়ে কালো চাদর এবং ব্যানার টাঙানো শুরু করে হারাম কমিটির সদস্যারা।
মহররম যতই কাছে আসছে, হযরত আব্বাস (আ:) - এর পবিত্র মাজারের কেয়ার বিভাগের সদস্যরা পুরো হারামে কালো চাদর ঝুলানো শুরু করেছেন, এবং মহররমের শোক বিষয়ে বিভিন্ন ব্যানারও প্রস্তুতি সম্পন্ন করেছেন ।
উক্ত বিভাগের পরিচালক জয়নুদ্দিন কার্শী বলেন, আমাদের বিভাগের সদস্যরা উপহার ও মানত বিভাগের সহযোগিতায় হযরত আব্বাসের (আ:) পুরো পবিত্র মাজারে শোক ব্যানার, কালো চাদর এবং কালো পতাকা স্থাপনের কাজ শুরু করেছেন। এছাড়াও মহরমের প্রথম রাতে থেকে শোক অনুষ্ঠানের প্রস্তুতি অনেকটা সম্পন্ন হয়েছে।